• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিসান-মিতসুবিশি মোটরের প্রধান আটক

  অধিকার ডেস্ক    ১৯ নভেম্বর ২০১৮, ১৮:৩৭

নিসান-মিতসুবিশি
ছবি : সংগৃহীত

বিশ্বে অটোমোবাইল জগতে অতি পরিচিত নাম, জাপানের নিসান মোটর কোম্পানি লিমিটেডে। সম্প্রতি অর্থনৈতিক লুটপাটের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কার্লস ঘোঁষকে আটক করা হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেয়ার প্রস্তাব করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। 'দা গার্ডিয়ান'

গত কয়েক মাস ধরে তারা কোম্পানির অভ্যন্তরীণ এক তদন্ত পরিচালনা করেছেন। এতে দেখা গেছে, তিনি কোম্পানির অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এছাড়াও অর্থ আত্মসাতের বেশ কিছু গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে ঘোঁষের বিরুদ্ধে।

রাজধানী টোকিও থেকে কার্লস ঘোঁষকে গ্রেফতার করা হয়েছে। তবে তার এই গ্রেফতারের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের মাঝে বড় ধরনের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় নিসান গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে।

ছবি : সম্পাদিত

ঘোঁষের দুর্নীতির ব্যাপারে কোম্পানিটি জাপানের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে তথ্য সরবরাহ করছে এবং এটি অব্যাহত থাকবে বলেও তারা জানায়। তবে একই ধরনের অভিযোগে কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা গ্রেগ কেলিকেও বরখাস্ত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে নিসান মোটর কোম্পানি লিমিটেড।

এশিয়ায় অন্যতম সুপরিচিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসানের চেয়ারম্যান হিসেবে ক্ষমতাবলে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে অবস্থিত কোম্পানিটির সর্ববৃহৎ কার প্ল্যান্ট ‘রিনল্ট’ ও ‘মিটসুবিশি মোটরসে’রও প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন ঘোঁষ। প্রায় ২০ বছর ধরে মোটর শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ঘোঁষ।

প্রায় বিশ বছর আগে ২০০০ সালের দিকে নিসান কোম্পানি প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণের দায়ে প্রায় পথে বসার উপক্রম হয়েছিল, তখন ব্রাজিলিয়ান এই চেয়ারম্যানের দক্ষতায় কোম্পানিটি ক্ষতি মোকাবিলা করে বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি অর্জন করেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড