• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্য আফ্রিকার শরণার্থী শিবিরে হামলায় ৪২ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, ১০:৪৯
শরণার্থী শিবির
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের শরণার্থী শিবির। (ছবিসূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট)

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের এক শরণার্থী শিবিরে হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪২ জনেরও বেশি শরণার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অসংখ্য লোক। রবিবার (১৮ নভেম্বর) কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

শরণার্থী শিবিরে হামলার বিষয়ে প্রকাশিত সেই প্রতিবেদনে আরও বলা হয়, গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দেশটির রাজধানী বানগুই থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত আলিনদাও শহরের ক্যাথলিক মিশন পরিচালিত অন্তত ২০ হাজার শরণার্থী বসবাসের সেই শিবিরটিতে এ হামলার ঘটনা ঘটে। মূলত হামলাকারীরা শিবিরটিতে আগুন ধরিয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। সে সময় আতংকে প্রায় কয়েক হাজার শরণার্থী শিবিরটি ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে আলিনদাওয়ের আইন প্রতিনিধি এথিয়েন গোডেনাহা দ্য ইন্ডিপেনডেন্টকে জানান, এ পর্যন্ত ৪২ টি মৃতদেহ উদ্ধার করা গেছে। এখনও এ উদ্ধার অভিযান অব্যাহত আছে। শিবিরটি পুড়িয়ে দেওয়ার হয়েছে, লোকজন আশপাশের জঙ্গলে অথবা শহরের অন্যান্য উদ্বাস্তু শিবিরে পালিয়ে গেছে।

উল্লেখ্য, এ ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী নাজাত রোচদি বলছেন, ‘বেসামরিক মানুষের ওপর এমন হামলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড