• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান বাহিনীর অভিযানে ৩০ তালিবান নিহত

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ০০:৩১

আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে অভিযান
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে তালিবানদের ক্রমবর্ধমান হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। শুক্রবার (১৬ নভেম্বর) রাতে নানগারহার প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে তালিবানদের ওপর কয়েকটি হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩০ তালিবান জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছে।

আফগানিস্তানের নানগারহার প্রদেশের খোগিয়ানি জেলায় শুক্রবার রাতে বিশেষ বাহিনী তালিবানদের কয়েকটি শক্তিশালী ঘাঁটিতে অভিযান চালায়। দেশেটির বিভিন্ন এলাকায় দ্রুত হামলায় জড়িত থাকা জঙ্গিরা এসব ঘাঁটিতে অবস্থান করছিল বলে জানায় নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি।

‘এসব অভিযানে ৩০ তালিবান সদস্য নিহত হয়েছে। ৫টি গোপন আস্তানা ধ্বংস করার পাশাপাশি বড় ধরনের অস্ত্র ও গোলা বারুদের মজুত জব্দ করা হয়েছে। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি’ বলে দাবি করেছেন তিনি।

অভিযানের কথা স্বীকার করে তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেছেন, এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য ও তিনজন তালিবান যোদ্ধা নিহত হয়েছে। মুজাহিদ দাবি করেছেন, ওই এলাকায় থাকা জঙ্গিগোষ্ঠী আইএস সদস্যদের মোকাবিলা করার জন্যই তারা সেখানে অবস্থান নিয়েছিল।

গত কয়েকমাস ধরে তালিবানদের বিচ্ছিন্ন হামলায় নিরাপত্তাকর্মীসহ বেশ কিছু নিরাপত্তাকর্মী নিহত হয়। দেশটির বিদ্রোহি এই গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে এমন তৎপরতা চালায় যাতে প্রায়ই নিরাপত্তাকর্মীরা প্রাণ হারায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড