• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার সৌদিতে হজ করতে যাবে ইসরায়েলিরা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০১৮, ১১:৫৮
সৌদিতে হজ করবে ইসরায়েলের জনগণ
সৌদিতে হজ করার অনুমতি পেল ইসরায়েলিরা। (ছবি : সম্পাদিত)

ইহুদি বাদী দেশ ইসরায়েলের জনগণ এখন থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে ভ্রমণ করতে পারবেন। মূলত দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ার ফলে সৌদির নতুন নিয়ম অনুযায়ী খুব শিগগিরই ইসরায়েলের নাগরিকরা নিজ দেশের পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে বিমানযোগে সৌদি আরবে হজ পালন করতে যেতে পারবেন। খবর দ্য হারেত্জ।

এ বিষয়ে ইসরায়েলি দৈনিক হারেত্জ এক প্রতিবেদনে জানায়, তবে সৌদির নতুন এই নিয়মের মাধ্যমে অস্থায়ী পাসপোর্টের অধিকারী ফিলিস্তিনিদের হজ পালনের জন্য সৌদিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

আর সৌদি সরকারের এমন আচরণের ফলে ১৯৪৮ সালে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী প্রায় দশ লাখের বেশি মুসলমান এখন থেকে আর সৌদিতে হজ করতে যেতে পারবেন না।

সম্প্রতি ইহুদি বাদী দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে সৌদির এমন পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দেশটির একদল আলেম বলছেন, ‘সৌদির এমন পদক্ষেপ ইসরায়েলকে পুরোপুরি বৈধতা দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞকে অব্যাহত রাখার অনুমতি প্রদানের শামিল।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড