• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা : নিহত ১৭

  অধিকার ডেস্ক    ০৯ নভেম্বর ২০১৮, ২১:৩২

সোমালিয়া হামলা
মোগাদিসুর একটি হোটেলের সামনে পরপর ৩ টি গাড়ি বোমা বিষ্ফোরিত হয়। ছবি : সংগৃহীত

কমপক্ষে ৩ টি গাড়ির বিস্ফোরণে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের বাইরে অন্তত ১৭ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। হোটেলটি উড়িয়ে দিতে হোটেলের মধ্যে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন হামলাকারী প্রাণ হারায়। ‘দা ইন্ডিপেন্ডেন্ট’

পুলিশ ক্যাপ্টেন মোহাম্মেদ হুসেইন জানান, স্থানীয় সময় শুক্রবার সাহাফি হোটেলের প্রাচীর ঘেরা দেয়ালে এই হামলার ঘটনা ঘটে। সোমালিয়ার জাতীয় পুলিশ বাহিনীর তদন্তে জানা যায় ৩ টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটলে তা রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

‘এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন বেসামরিকের প্রাণ গিয়েছে। বোমাগুলো বিস্ফোরণের সময় তারা একটি পাবলিক পরিবহনে ছিলেন। এই ঘটনায় মৃতের সংখ্যা অবশ্যই আরও বাড়বে’। বলে জানান পুলিশ কর্মকর্তা আলি নুর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও’র বরাত দিয়ে ‘আল জাজিরা’ জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এখনও কেউ বা কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। অনেকদিন ধরেই দেশটির বর্তমান সরকারের পতন ঘটাতে রাজধানীতে একের পর এক হামলা চালিয়ে আসছে সশস্ত্র আল-শাবাব গোষ্ঠী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড