• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩০ লাখ ফিলিস্তিনির জন্য সৌদিতে হজের দুয়ার বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০১৮, ০০:৩৪
সৌদি আরব
সৌদি আরবে হজ করতে পারবে না ৩০ লাখ ফিলিস্তিনি। (ছবি : সম্পাদিত)

মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে বসবাসকারী প্রায় ১৫ লাখসহ অন্তত ৩০ লাখের বেশি ফিলিস্তিনির পবিত্র হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে যদিও ইসরায়েলে বসবাসরত এসব ফিলিস্তিনি নাগরিকরা জর্ডান অথবা লেবাননের পাসপোর্ট ব্যবহার করে এতদিন সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ এবং ওমরাহ পালনের জন্য যেতেন। খবর মিডল ইস্ট আই।

এ বিষয়ে লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বলছে, ফিলিস্তিনের যেসব নাগরিকরা বর্তমানে জর্ডান, লেবানন, ইসরায়েল এবং পূর্ব জেরুজালেমে বসবাস করছেন তারা এতদিন অস্থায়ী ভিত্তিতে জর্ডান অথবা লেবাননের ট্রাভেল নথি ব্যবহার করে পবিত্র হজ এবং ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে পারতেন।

তবে গত ১২ সেপ্টেম্বরের পর থেকে ফিলিস্তিনিদের জন্য এই দুই দেশ থেকে হজ কিংবা ওমরাহ ভিসা ইস্যু সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। আর যার ফলে এসব দেশে বসবাস করা প্রায় ২৯ লাখ ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক পবিত্র হজ এবং ওমরাহ পালন করতে সৌদি আরবে যেতে পারবেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড