• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা 

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে ২০২৩, ১১:৩৩
প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা 
প্রশান্ত মহাসাগরের গভীরে ভূমিকম্পের আঘাত (ছবি : সিএনবিসি)

ইউরোপের দেশ ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালিডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। আজ শুক্রবার (১৯ মে) নিউ ক্যালিডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে।

এ দিকে ৭.৭ মাত্রার এই ভূমিকম্পের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বলেছে, ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালিডোনিয়ার জন্য সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো বলেছে, তার পূর্ব উপকূলে লর্ড হাও দ্বীপেও সুনামির আশঙ্কা রয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবারের এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৩৮ কিলোমিটার (২৪ মাইল) গভীরতায় আঘাত হানে।

নিউজিল্যান্ড বলেছে, ভূমিকম্পের জেরে তাদের উপকূলে সুনামির কোনো হুমকি সৃষ্টি হয়েছে কি-না তা এখনো মূল্যায়ন করছে তারা।

পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি বলছে, সুদূর প্রশান্ত মহাসাগরে শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ভানুয়াতুতে সুনামির হুমকি দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ভানুয়াতুতে ১ মিটারের (৩ ফুট) ওপরে ঢেউ উঠতে পারে, যা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে অনেক কম।

নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, তারা এখনো সুনামির সম্ভাবনার বিষয়টি মূল্যায়ন করছে।

পিটিডব্লিউসি বলেছে, ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, গুয়াম এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে দশমিক ৩ (০.৩) মিটার বা ১ ফুট পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ফিজির দক্ষিণ-পশ্চিমে, নিউজিল্যান্ডের উত্তরে এবং অস্ট্রেলিয়ার পূর্বে। আর এখানেই মূলত প্রবাল সাগর প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে।

পৃথক প্রতিবেদনে মার্কিন মিডিয়া সিএনএন জানায়, ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালিডোনিয়া মধ্যে অবস্থিত এক হাজার কিলোমিটারের (৬২১ মাইল) মধ্যে অবস্থিত উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

অন্য দিকে হাওয়াই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি টুইট বার্তায় বলছে, ভূমিকম্পের জেরে হাওয়াইয়ে বর্তমানে সুনামির কোনো আশঙ্কা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড