• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, সুনামির সতর্কতা জারি

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ ২০২৩, ১০:০০
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, সুনামির সতর্কতা জারি
ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ (ফাইল ছবি)

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। একই সঙ্গে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকাল নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কারমাডেক দ্বীপ। এটি ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটার উত্তরপূর্বে।

এ দিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

বলা হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০.৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে।

উল্লেখ্য, প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড