• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইথিওপিয়ার হামলায় সুদানের ৬ সেনা নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর ২০২১, ২১:৩৭
সুদানের সেনারা
সুদানের সেনারা। (ছবি: সংগৃহীত)

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার হামলায় পার্শ্ববর্তী দেশ সুদানের ৬ সেনা নিহত হয়েছেন। শনিবার ইথিওপিয়া-সুদান সীমান্তবর্তী এলাকায় সুদানের একটি চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে।

রবিবার (২৮ নভেম্বর) সুদানের সামরিক বাহিনীর কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থাটি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সুদানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইথিওপিয়ার সামরিক বাহিনীর একটি অংশ এবং মিলিশিয়া গ্রুপগুলো আল-ফাশাগা আল-শুগ্রা নামক এলাকায় সুদানি বাহিনীর ওপর হামলা করে। এতে কয়েকজন সেনা নিহত হন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের নিরাপত্তার বাহিনীও এই হামলার কঠোর জবাব দিয়েছে এবং হামলাকারীদের জীবন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।’

আরও পড়ুন : লিরার রেকর্ড পতনে এরদোগানের তদন্তের নির্দেশ

তবে ইথিওপিয়ার হামলায় সুদানের ঠিক কতজন সেনা নিহত হয়েছেন, তা সুদানের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়নি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড