• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোমানিয়ায় মার্কিন ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের জ্বালানি চুরি

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২১, ১৫:১২
রোমানিয়ায় মার্কিন ঘাঁটি থেকে ২০ লাখ ডলারের জ্বালানি চুরি
ডিজেল ভর্তি গ্যালন (ছবি : বিবিসি নিউজ)

রোমানিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে ২০ লাখ মার্কিন ডলার মূল্যমানের ডিজেল চুরির ঘটনা ঘটেছে। বলকান রাষ্ট্রটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে জ্বালানি তেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করেছে রোমানিয়ান কর্তৃপক্ষ।

বুধবার (২৪ নভেম্বর) রোমানিয়ার প্রসিকিউটরের কার্যালয়ের বরাতে তথ্যটি জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

রোমানিয়ার মাফিয়া দমন প্রসিকিউটরের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারের এই তরল জ্বালানি চুরির জন্য ২০১৭ সালে বেশ কয়েকজন একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী গঠন করেছিল। চক্রটি দেশটির মিহাইল কোগালনিসিনু সামরিক ঘাঁটি ছাড়াও অন্যান্য এলাকা থেকে জ্বালানি চুরি করেছে।

এই চক্রের সন্দেহভাজন সদস্যদের গত চার বছর যাবত নজরদারিতে রাখা হয়েছিল বলে জানান প্রসিকিউটরের কার্যালয়।

বিবৃতিতে বলা হয়, চক্রের সদস্যরা কয়েকশ’ মার্কিন সৈন্য অবস্থান করছে, এমন ঘাঁটির জেনারেটর লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। যদিও বিবৃতিতে সন্দেহভাজন চোরদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন : ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ২৭ শরণার্থীর মৃত্যু

উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের সময় কৃষ্ণ সাগরে রোমানিয়ায় ওই সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র : এএফপি

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড