• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা অস্ট্রেলিয়ার

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২১, ১২:২৭
হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা অস্ট্রেলিয়ার
সমাবেশে উপস্থিত হিজবুল্লাহর যোদ্ধারা (ছবি : রয়টার্স)

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র লেবাননের শিয়া ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বুধবার (২৪ নভেম্বর) একই সঙ্গে নয়া নাৎসি গ্রুপ ‘দ্য বেজ’কেও একই তালিকাভুক্ত করা হয়েছে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এই গ্রুপটি ২০১৮ সালে গঠিত হয়।

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী তালিকাভুক্ত হওয়ায় দ্য বেজ কিংবা হিজবুল্লাহর সদস্য হওয়া বেআইনি বলে বিবেচিত হবে। যদি কেউ এর সদস্য হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস সাংবাদিকদের বলেছেন, অস্ট্রেলিয়ায় সহিংস উগ্রবাদের স্থান কোনোভাবেই নেই। ধর্মীয় কিংবা মতাদর্শ কোনো কারণই নিরীহ মানুষ হত্যাকে ন্যায্যতা দিতে পারে না।

বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহ অস্ট্রেলিয়াতে সক্রিয় নয় বলেই ধারণা করা হচ্ছে। যদিও কর্তৃপক্ষ বলছে- দ্য বেজ সক্রিয়ভাবে সংগঠন তৈরি করতে চাইছে।

অস্ট্রেলিয়ায় দ্য বেজ এর সদস্য সংখ্যা কত সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস। যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া দ্য বেজ কানাডা এবং যুক্তরাজ্যেও সন্ত্রাসী তালিকাভুক্ত সংগঠন।

আরও পড়ুন : ফ্রান্সে অভিবাসী পাচারচক্রের ১৫ সন্দেহভাজক আটক

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মিত্র অস্ট্রেলিয়া গেল কয়েক বছর যাবত ‘লোন উলফ’ আক্রমণ নিয়ে অতিরিক্ত সতর্ক অবস্থাতে রয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড