• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্ধ্রপ্রদেশে বন্যায় নিহত বেড়ে ৩৪, নিখোঁজ ১০

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর ২০২১, ১৬:১০
অন্ধ্রপ্রদেশে বন্যায় নিহত বেড়ে ৩৪, নিখোঁজ ১০
বন্যা কবলিতদের উদ্ধার করা হচ্ছে (ছবি : দ্য হিন্দু)

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া রাজ্যটিতে এখন পর্যন্ত আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ভারতীয় মিডিয়া হিন্দুস্তান টাইমস।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গেল শুক্রবার থেকে রাজ্যটির রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল ভারতের আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী- শুক্রবার সকাল থেকেই অনন্তপুর এবং কাড়াপা জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। মূলত এর জেরে সৃষ্টি হয় তীব্র বন্যা। এতেই নিখোঁজ হয়েছিলেন বহু মানুষ। এছাড়া বৃষ্টি ও বন্যার কারণে চেয়ুরু নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। ফলে কাড়াপা এবং অনন্তপুর জেলায় সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস বলছে, প্রবল বৃষ্টি ও বন্যার কারণে অন্ধ্রপ্রদেশে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যটিতে এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন। প্রাণ হারানোদের ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের মতো বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের আরও তিনটি রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালায়ও প্রবল বৃষ্টি হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন : ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

এ দিকে ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) তথ্য মতে, আগামী ২৬ তারিখ পর্যন্ত প্রবল এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া ২৪ ও ২৫ নভেম্বর পদুচেরি, তামিলনাড়ু এবং কারাইকাল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গেল কয়েকদিন যাবত পুরো অন্ধ্রপ্রদেশজুড়ে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং তার জেরে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ১৪০ বছরের বন্যার রেকর্ড ভেঙে দিয়েছে। অর্থাৎ ১৪০ বছরে এটিই অন্ধ্রপ্রদেশের সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রবল বৃষ্টির জেরে পেন্না নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় অন্ধপ্রদেশের নেল্লোর জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

অপর দিকে বন্যা পরিস্থিতির জেরে গত সপ্তাহ থেকেই চেঙ্গলপট্টু, তিরুভাল্লুর, নেল্লোর এবং কাঞ্চিপুরমের সকল স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি আরও খারাপ হওয়ায় অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় সরকারি-বেসরকারি একাধিক অফিস বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আফগান টিভি নাটকে এবার নারীরা নিষিদ্ধ

যদিও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাতের জেরে তামিলনাড়ু ও পুদুচেরিতে এরই মধ্যে বন্যার সর্তকতা জারি করা হয়েছে। চেন্নাই ও বেঙ্গালুরুতে অবিরাম বৃষ্টিপাতের কারণে ইতোমধ্যে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড