• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাজ্যে করোনায় আরও ৫০ হাজার শনাক্ত 

  মুহিব উদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য প্রতিনিধি

২২ অক্টোবর ২০২১, ১৬:৫০
যুক্তরাজ্যে করোনায় আরও ৫০ হাজার শনাক্ত 
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে (ফাইল ছবি)

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় যুক্তরাজ্যে গেল ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৩৯ হাজার ১৪৬ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে কোভিড সংক্রমিত হয়েছেন ৫২ হাজার নয়জন। এতে ব্রিটেনে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৪১ হাজার ২২১ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় বিকালে লন্ডনের সরকারি ওয়েবসাইটে তথ্যটি প্রকাশ করা হয়।

এর আগে বুধবার (২০ অক্টোবর) প্রাণঘাতী ভাইরাসটিতে শনাক্ত হয়ে দেশটিতে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্ত হয়ে ছিল ৪৯ হাজার ১৩৯ জন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৯৫ লাখ ৫৪ হাজার চারশ সাতজন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন চার কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১২২ জন।

আরও পড়ুন : মুক্তিপণ না দিলে অপহৃত মিশনারিদের হত্যার হুমকি

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড