• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তিপণ না দিলে অপহৃত মিশনারিদের হত্যার হুমকি

  আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০২১, ১৪:৩৬
মুক্তিপণ না দিলে অপহৃত মিশনারিদের হত্যার হুমকি
বক্তব্য দিচ্ছে ৪০০ মায়োজো গ্যাংয়ের লিডার উইলসন জোসেফ (ছবি : এলিগেন্ট নিউজ)

হাইতিতে অপহৃত ১৭ মার্কিন ও কানাডিয় মিশনারিকে হত্যার হুমকি দিয়েছে গ্যাং লিডার উইলসন জোসেফ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক ভিডিয়ো বার্তায় সে হুমকিটি দেয়। এই গ্যাং লিডারের দাবি, আমাদের দাবি অনুযায়ী মুক্তিপণ না দেওয়া হলে তাদের যে কোনো সময় হত্যা করা হবে।

৪০০ মায়োজো গ্যাংয়ের এই লিডার ভিডিয়ো বার্তায় বলেন, আমি শপথ করে বলছি, যা চাইছি তা যদি না পাই তাদের মাথায় গুলি করে হত্যা করব।

এর আগে গেল সপ্তাহে হাইতির গ্যাংটি ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। হালিসেট কুইতেল জানিয়েছেন, ৪০০ মায়োজো গ্যাংটির সঙ্গে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এবং হাইতির পুলিশ যোগাযোগ বজায় রাখছে।

অপহৃত মার্কিন মিশনারিদের মুক্ত করতে হাইতির প্রশাসনের সঙ্গে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হাইতির বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত সপ্তাহে হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সের বাইরে থেকে মিশনারি গ্রুপের ১৭ সদস্যকে অপহরণ করে ৪০০ মায়োজো গ্যাং। অপহৃত হওয়ার সময় পাঁচ পুরুষ, সাত নারী এবং পাঁচ শিশুর দলটি একটি এতিমখানা পরিদর্শন শেষে ফিরে আসছিল।

আরও পড়ুন : শক্তিশালী ঝড়ে বিধ্বস্ত জার্মানি-পোল্যান্ড-ফ্রান্স, নিহত ৪

উল্লেখ্য, গত এপ্রিলে ক্যাথোলিক যাজকদের একটি দলকে অপহরণেও অভিযুক্ত এই গ্যাংটি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড