• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমাজন ধ্বংসের দায়ে আইসিসিতে অভিযুক্ত বলসোনারো

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২১, ০৯:১৪
আমাজন ধ্বংসের দায়ে আইসিসিতে অভিযুক্ত বলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (ছবি : রয়টার্স)

পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন মহাবন ধ্বংসের দায়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে অস্ট্রিয়ার পরিবেশগত ন্যায়বিচার প্রচারক সংগঠন অলরাইজ।

সংগঠনটির পক্ষ থেকে বলসোনারো প্রশাসন ও তার বিরুদ্ধে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলোর সঙ্গে সরাসরি জড়িত থাকায় আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

মার্কিন মিডিয়া সিএনএনের প্রতিবেদনে বলসোনারোর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে বলা হয়, বলসোনারো ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পরিবেশ রক্ষকদের হত্যা করেছেন। এমনকি বন উজাড়ের কারণে গ্রিন হাউজ গ্যাস নির্গমনের মাধ্যমে বিশ্বের জনগোষ্ঠীকে বিপন্নও করে তুলছেন।

আরও পড়ুন : নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৩২

২৮৬ পৃষ্ঠার ওই অভিযোগ আইসিসিতে জমা দিয়েছে পরিবেশগত ন্যায়বিচার নিয়ে কাজ করা ওই সংগঠনটি। তারা বিবৃতির মাধ্যমে জানিয়েছে, বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা প্রয়োজন।

বলসোনারো প্রশাসন আমাজন রক্ষায় কাজ করে এমন আইন, সংস্থা ও ব্যক্তিদের পদ্ধতিগতভাবে অপসারণ, অকার্যকর ও নির্মূল করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন : তালেবান প্রতিশ্রুতি ভেঙেছে : জাতিসংঘ

যদিও এই অভিযোগের ভিত্তিতে ব্রাজিলের প্রেসিডেন্ট কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড