• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাদাখ ইস্যুতে বৈঠকে বসবে না চীন : ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০২১, ১২:২৫
লাদাখ ইস্যুতে বৈঠকে বসবে না চীন : ভারত
লাদাখ সীমান্তে মোতায়েন চীন ও ভারতের সেনা সদস্যরা (ছবি : সিনহুয়া)

বিতর্কিত লাদাখ অঞ্চল নিয়ে বিদ্যমান উত্তেজনা এবং এশিয়ার পরাশক্তি চীনের সেনাবাহিনীকে সরিয়ে নেওয়ার বিষয়ে সম্প্রতি বৈঠকে বসার কথা জানিয়েছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। বেইজিং এবং নয়াদিল্লির সামরিক কমান্ডারদের মধ্যে রবিবার ১৩তম বৈঠক করার আশা প্রকাশ করেছিলেন তিনি। যদিও চীন সেই বৈঠকে বসতে সম্মত নয় বলে এরই মধ্যে ভারতীয় সেনা কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিয়েছে। খবর এনডিটিভির।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, চীন সেই বৈঠকে বসতে সম্মত নয়। এমনকি তারা আলোচনার প্রস্তাবের বিষয়েও কিছু জানায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সূত্রে জানানো হয়, গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরও লাদাখে সৈন্য মোতায়েনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে চীন। আর পাল্টা জবাব হিসেবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তৎপরতা শুরু করেছে ভারতও।

এবার সীমান্তে কে-৯ বজ্র মোতায়েন করেছে ভারতীয় সেনারা। শনিবার (৯ অক্টোবর) দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে জানান, লাদাখ সীমান্তে কে-৯ বজ্র কামানের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১৬

এর আগে ভারতের সেনাপ্রধান বার্তা সংস্থা এএনআইকে বলেছিলেন, পূর্ব লাদাখে উল্লেখযোগ্য হারে সৈন্য মোতায়েন করেছে চীন। অবশ্যই সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে, যা আমাদের জন্য ভীষণই উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, আমরা শুরু থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেই পরিস্থিতির ওপর নির্ভর করেই আমরা এগোচ্ছি। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।

আরও পড়ুন : তুরস্ক সফরে যাচ্ছেন মেরকেল

উল্লেখ্য, দীর্ঘ এক বছরের বেশি সময় যাবত লাদাখ সীমান্ত নিয়ে এশিয়ার পরাশক্তি চীন ও প্রতিবেশী রাষ্ট্র ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বছর জুনে সীমান্তে দুদেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড