• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরান-ওমানে ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে নিহত ৯

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর ২০২১, ০৯:২৭
ইরান-ওমানে ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে নিহত ৯
জলমগ্ন ইরানের রাজপথ (ছবি : বিবিসি নিউজ)

ঘূর্ণিঝড় ‘শাহীনের’ আঘাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ছয়জন এবং মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র ওমানে তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। ইরানের দেশ দুটির সরকারি গণমাধ্যম এরই মধ্যে খবরটি নিশ্চিত করেছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রবিবার (৩ অক্টোবর) আঘাত হানা ঝড় সম্পর্কে ওমানের সরকারি সংবাদ সংস্থা বলেছে, দেশটির উপকূলীয় এলাকায় এ ঝড়ের প্রভাবে সৃষ্ট জলের তোড়ে ভেসে যাওয়া এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এছাড়া ভারী বর্ষণের কারণে দেশটির একটি শিল্পাঞ্চলে পাহাড় ধসে দুই এশীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন।

ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ভারী বর্ষণে ডুবে গেছে ওমানের অনেক এলাকা। দেশটির উপসাগরীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে রাজধানীর পূর্বাঞ্চলে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি মাস্কটে সব ধরনের বিমানের ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ স্থগিত করা হয়েছে।

ওমানের সরকারি মিডিয়াগুলো বলছে, ওমানে স্কুল বন্ধ করা হয়েছে এবং রবিবার ও সোমবার দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : লিবিয়ায় চার হাজার অভিবাসী আটক

বিশ্লেষকদের মতে, উপকূলীয় এলাকায় আঘাত হানার সময় ঘূর্ণিঝড় শাহীনের কেন্দ্রটি রাজধানী মাস্কট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ছিল। এটি ১২০ কিলোমিটারের বেশি গতিবেগে আঘাত হেনেছে।

এ দিকে ইরানের সিস্তান-বালুচিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশের চাবাহার বন্দরে রবিবার এ ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ছয়জন। সিটি ডেপুটি স্পিকার আলী নিকজাদের বরাতে বার্তা সংস্থা আইসিএএনএ খবরটি জানিয়েছে।

প্রাদেশিক গভর্নর হোসেন মোদারেস-খিয়াবানির বরাতে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাটসহ যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চাবাহার বন্দরে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি উপকূল থেকে ২২০ কিলোমিটার দূরে ছিল।

আরও পড়ুন : মালিতে বোমা হামলায় শান্তিরক্ষী নিহত

এ দিকে ইউনাইটেড আরব আমিরাতের (ইউএই) জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় শাহীনের বিষয়ে দেশটিতে উচ্চ সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড