• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

উড্ডয়নের সময়ে ইঞ্জিনে পাখির আঘাত, বিমানে আগুন

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর ২০২১, ১৩:৪৩
উড্ডয়নের সময়ে ইঞ্জিনে পাখির আঘাত, বিমানে আগুন
রানওয়েতে আগুনে পুড়ছে বিমান (ছবি : সিবিএস নিউজ)

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে স্পিরিটি এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের সময় উড়োজাহাজটির ইঞ্জিনে বড় একটা পাখি ঢুকে পড়ে। এতে বিমানটিতে তাৎক্ষণিক আগুন ধরে যায়।

শনিবার (২ অক্টোবর) দেশটির আটলান্টিক সিটি এয়ারপোর্টে ঘটনাটি ঘটে। স্পিরিটের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে মার্কিন মিডিয়া ফক্স ২৯ এর প্রতিবেদনে ঘটনাটির কথা জানানো হয়।

স্পিরিট ও বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে বিমানটি থামিয়ে দেওয়া হয় ও যাত্রীদের নিরাপদে সেখান থেকে নামিয়ে আনা হয়। এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এরপর যাত্রীদের সবাইকে পুরো টিকিটের অর্থ ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের একটি ট্রাভেল ভাউচারও দেওয়া হয়েছে। টিকিটের অর্থ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি যাত্রীদের অন্য কোনো বিমানে গন্তব্যে ভ্রমণের সুযোগও দেওয়া হয়।

নিউ জার্সি গভর্নর ফিল মুর্ফি টুইটে লিখেছেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন : টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের দ্বারস্থ ট্রাম্প

ওই ঘটনার পর বিমানবন্দরটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরবর্তীকালে ফেডারেল এভিয়েশন অথোরিটি (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজটির ইঞ্জিনে বড় পাখি ঢুকে পড়ার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেন। তারপর আবারও বিমানবন্দরটি খুলে দেওয়া হয়।

সূত্র : ফক্স ২৯

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড