• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ার গ্লাভস শিল্পে বিদেশি কর্মী নিয়োগের আবেদন

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০
মালয়েশিয়ার গ্লাভস শিল্পে বিদেশি কর্মী নিয়োগের আবেদন
মালয়েশিয়ার গ্লাভস কারখানায় কর্মরত বিদেশি শ্রমিক (ছবি : দৈনিক অধিকার)

মালয়েশিয়ার গ্লাভস শিল্পের চাহিদা মেটাতে জরুরিভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগে সরকারের কাছে আবেদন জানিয়েছে দেশটির রাবার গ্লাভস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (মার্গমা)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মালয় সরকারের কাছে মার্গমা নেতারা আবেদনটি জানান।

আবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সাল থেকে খাতটিতে ২৫ হাজার শ্রমিক সংকট রয়েছে। আগামী বছর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রমিক সংকট নিরসনে বিদেশি কর্মী প্রবেশ ও নিয়োগে সরকারের অনুমতি প্রয়োজন।

এ দিকে মার্গমার প্রেসিডেন্ট সুপ্রামানিয়াম শানমুগাম বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, অতিরিক্ত কর্মীদের জরুরিভিত্তিতে প্রয়োজন এবং নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী ও প্রয়োজনীয়তা পূরণের জন্য সংস্থাগুলো প্রস্তুত রয়েছে।

তিনি বলেছিলেন, আমাদের উৎপাদন ক্ষমতা আছে। কিন্তু উৎপাদন ক্ষমতাকে সর্বোত্তমভাবে কাজে লাগানোর জন্য পর্যাপ্ত কর্মী নেই।

আরও পড়ুন : ক্ষমতা দেখাতে ফের ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

বুধবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার উৎপাদন, পাম অয়েল খাত, প্রবাসী শ্রমিকদের উপর অনেক বেশি নির্ভরশীল। মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডব শুরুর পর থেকে বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি।

এ ক্ষেত্রে পাম অয়েল কোম্পানিগুলো গেল বছর থেকে বিদেশি শ্রমিকদের ফিরিয়ে আনতে সরকারকে অনুরোধ করে আসছিল। এ দিকে সরকার উদ্ভিদ খাতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে সম্প্রতি বিশেষ অনুমোদন ঘোষণা করেছে।

মার্গমা বলছে, মালয়েশিয়ার রাবার গ্লাভস উৎপাদকরা চীন থেকে ‘তীব্র প্রতিযোগিতার’ মুখোমুখি হচ্ছেন, তাই তাদের অর্ডারগুলো পূরণ করার জন্য তাদের ক্ষমতা রাখতে হবে।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল দ. কোরিয়াও

মালয়েশিয়া বিশ্বের রাবার গ্লাাভস ব্যবহারের প্রায় দুই-তৃতীয়াংশ সরবরাহ করে। অটোমেশনের কারণে, শিল্পটি ২০১৩ সাল থেকে প্রায় ৭২ হাজার কর্মীর কর্মক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছে। তখন থেকে উৎপাদিত এবং রফতানি করা গ্লাভসের পরিমাণ প্রতি বছর ১০-১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড