• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল দ. কোরিয়াও

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:২০
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল দ. কোরিয়াও
ভূমিকম্পের তাণ্ডবে বিধ্বস্ত গ্রাম (ফাইল ছবি)

পূর্ব এশিয়ার দেশ জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে তীব্র এই কম্পনটি অনুভূত হয়। যদিও এর জন্য এখন পর্যন্ত কোনো ধরনের সুনামির সতর্কতা জারি করা হয়নি। জাপান ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের নানাও শহর থেকে ২৪১ কিলোমিটার দূরে। আর এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার নিচে।

এদিন শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাব দক্ষিণ কোরিয়াতেও অনুভূত হয়েছে বলে দাবি মার্কিন সংস্থাটির।

এ দিকে জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ভূকম্পনটি অতি শক্তিশালী হলেও আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই। এমনকি তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

আরও পড়ুন : ক্ষমতা দেখাতে ফের ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

উল্লেখ্য, রিং অব ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় জাপানে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। অত্যন্ত ভূমিকম্প প্রবণ হওয়ায় দেশটিতে শক্তপোক্ত ভবন নির্মাণে কঠোর নীতি অনুসরণ করা হয়।

সূত্র : এএফপি

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড