• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোনো দেশ যেন আফগান পরিস্থিতির সুযোগ না নিতে পারে : মোদী 

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩
dfgdfg
ছবি : সংগৃহীত

সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা দেশগুলোকে বুঝতে হবে, সন্ত্রাসবাদ তাদের জন্যেও সমান হুমকি। আফগানিস্তানের ভূমি সন্ত্রাসবাদ ছড়াতে বা সন্ত্রাসী হামলা চালানোর জন্যে যেন ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে হবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ অধিবেশনে ভারত সরকারকে ‘চরম মুসলিমবিদ্বেষী’ মন্তব্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। সেসময় ভারতের এক তরুণ কূটনীতিক পাল্টা জবাবও দিয়েছিলেন। তবে নরেন্দ্র মোদী এ নিয়ে কী বলবেন তা নিয়ে আগ্রহ ছিল সবার।

শনিবারের বক্তব্যে পাকিস্তানকে কড়া জবাবই দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারী দেশ বলতে তিনি যে পাকিস্তানকেই বুঝিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

পাকিস্তানিদের ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, কোনো দেশ যেন আফগানিস্তানের নাজুক পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা এবং দেশটিকে নিজেদের স্বার্থে ব্যবহার না করে, তা নিশ্চিত করবে হবে।

মোদী বলেন, এই মুহূর্তে আফগাস্তিানের মানুষের, বিশেষ করে নারী, শিশু ও সংখ্যালঘুদের সাহায্য দরকার। তাদের সাহায্য করে আমাদের অবশ্যই দায়িত্ব পূরণ করতে হবে।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড