• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

'ইরাকে নিজেদের দূতাবাসে রকেট হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র'

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২০, ১২:২২
'ইরাকে নিজেদের দূতাবাসে রকেট হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র'
রকেট হামলায় বিধ্বস্ত অঞ্চল (ফাইল ছবি)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের সন্ত্রাসবিরোধী আধা-সামরিক বাহিনী কাতায়িব হিজবুল্লাহ বলেছে, অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য বাগদাদের মার্কিন দূতাবাসে আমেরিকাই রকেট হামলা চালিয়েছে। এই বাহিনীর মুখপাত্র মোহাম্মাদ মোহি কাতারের আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্যটি করেছেন।

তিনি বলেছিলেন, বাগদাদের গ্রিনজোনে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হলে তার একমাত্র লাভবান পক্ষ হবে আমেরিকা। এ কারণে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ওপর চাপ সৃষ্টি ও দায় চাপাতে আমেরিকা নিজেই ওই হামলা চালিয়েছে।

গত রবিবার (২০ ডিসেম্বর) বাগদাদের মার্কিন দূতাবাস ভবনের কাছে বেশ কয়েকটি কাতিউশা রকেট আঘাত হানে। এতে কেউ হতাহত না হলেও দূতাবাস ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়।

মোহাম্মাদ মোহি বলেছেন, ইরাকি জনগণ যাতে মার্কিন হামলায় শহীদ ইরানি কমান্ডার কাশেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার মাহদি আল-মুহান্দিসের শাহাদাত বার্ষিকী ঠিক মতো পালন করতে না পারে সে লক্ষ্যে এই প্রতারণা করেছে মার্কিন দূতাবাস।

আরও পড়ুন : পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ সেনার প্রাণহানি

ইরাকি জনগণ মনে করছে, বাগদাদের অন্যান্য দূতাবাসের মতো মার্কিন দূতাবাস স্বাভাবিক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে না বরং ওই দূতাবাসে আমেরিকা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সেনা মোতায়েন করে রেখেছে। এর মাধ্যমে মার্কিন দূতাবাসকে একটি সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হয়েছে যা ইরাকি নাগরিকদের জীবন ও সম্পদকে হুমকিগ্রস্ত করে তুলেছে।

আরও পড়ুন : চীনে আততায়ীর ছুরিকাঘাতে ৭ জনের প্রাণহানি

ইরাকি জনগণ তাদের দেশ থেকে সন্ত্রাসী মার্কিন সেনাদের বহিষ্কার দাবি করছে। দেশটির পার্লামেন্টও মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান জানিয়ে আইন পাস করেছে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড