• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ সেনার প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২০, ০৯:২৭
পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ সেনার প্রাণহানি
বন্দুকধারীর গুলিতে আহত সেনা সদস্যরা (ফাইল ছবি)

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ সেনা সদস্যের প্রাণহানি ঘটেছে। রবিবার (২৭ ডিসেম্বর) দেশটির সেনাবাহিনী তথ্যটি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

পাকিস্তানের আন্তঃ বাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) বিবৃতির মাধ্যমে জানায়, রবিবার সকালে বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এই হামলা হয়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের গুলিবর্ষণের পর গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।

গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

ফ্রন্টিয়ার কর্পস সদস্যদের উপর এই হামলা স্থানীয় একটি ফুটবল মাঠের পাশে বোমা বিস্ফোরণের একদিন পর ঘটল। বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের ঐক্যের সামনে টিকবে না ইসরায়েল : তুর্কি নেতা

রবিবারের হামলার দায় কোনো গোষ্ঠী কিংবা সংগঠন স্বীকার করেনি। তবে দেশটিতে এমন হামলা সচরাচর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চালিয়ে থাকে। বেলুচিস্তানে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

আরও পড়ুন : 'সোলাইমানি ছিলেন আইএস ধ্বংসের রূপকার'

আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও ভঙ্গুর প্রদেশ। তালিবান ছাড়াও প্রদেশটির স্বাধীনতার দাবিতে একাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড