• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যপ্রাচ্যের ঐক্যের সামনে টিকবে না ইসরায়েল : তুর্কি নেতা

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২০, ১৫:১৪
মধ্যপ্রাচ্যের ঐক্যের সামনে টিকবে না ইসরায়েল : তুর্কি নেতা
তুরস্কের প্যাট্রিওটিক পার্টির প্রধান ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী দোগু প্রিনচেক (ছবি : আনাদোলু এজেন্সি)

তুরস্কের প্যাট্রিওটিক পার্টির প্রধান ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী দোগু প্রিনচেক বলেছেন, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল হচ্ছে ছোট একটি ভঙ্গুর দেশ। যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যের সামনে কখনোই টিকতে পারবে না।

শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিজেদের মধ্যে ঐক্য শক্তিশালী করে তাহলে তারা সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি ও আগ্রাসী নীতিকে মুহূর্তের মধ্যে অকার্যকর করে দিতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক ব্যর্থতার কথা উল্লেখ করতে গিয়ে প্রিনচেক বলেছেন, বিভিন্ন দলিল-প্রমাণ ও আলামত দেখে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের উসকানি ও ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের মতো দেশকে যুদ্ধে জড়াতে চায়। যদিও মার্কিন প্রশাসনের জানা উচিত, মধ্যপ্রাচ্যের সঙ্গে কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয়ের কোনো ধরনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন : 'সোলাইমানি ছিলেন আইএস ধ্বংসের রূপকার'

যুক্তরাষ্ট্রকে এক দাঁত বিশিষ্ট রাক্ষসের সঙ্গে তুলনা করে তুরস্কের এ বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, সবাই দেখেছেন ইরান, তুরস্ক, রাশিয়া, সিরিয়া ও ইরাক মিলে আস্তানা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান করে ফেলেছে। আর এই সঙ্কট নিরসনে একমাত্র হতাশ হয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড