• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুশ সীমান্তে ন্যাটোর ক্ষেপণাস্ত্র স্থাপনের জবাব চান পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর ২০২০, ১১:০২
রুশ সীমান্তে ন্যাটোর ক্ষেপণাস্ত্র স্থাপনের জবাব চান পুতিন
সীমান্তে আক্রমণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র (ছবি : বিবিসি নিউজ)

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র মোতায়েনের পদক্ষেপ গ্রহণ করেছে। মূলত ন্যাটোর সেই কর্মকাণ্ডের জবাব চাইতে জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (২১ ডিসেম্বর) তিনি মস্কোয় এক বক্তব্যে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পুতিনের ভাষায়, ন্যাটোর এ পদক্ষেপের জবাবে রাশিয়ার পশ্চিম সীমান্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ভরে ফেলতে হবে এমন কোনো কথা নেই।

যদিও পশ্চিমা দেশগুলো রাশিয়ার সীমান্তে এ ধরনের অস্ত্র মোতায়েনের যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তিনি মস্কোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। রাশিয়া সব সময় সে দেশের সীমান্তের কাছে ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্রবাহী রণতরীর আনাগোনার ব্যাপারে সতর্ক করে এসেছে।

আরও পড়ুন : পরমাণু সমঝোতায় ফিরতে বেশি সময় নেই বাইডেনের

আমেরিকা ও রাশিয়া এখন থেকে ১০ বছর আগে তাদের কৌশলগত অস্ত্র সংখ্যা কমানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে যা নয়া স্টার্ট চুক্তি হিসেবে পরিচিতি পায়।

আরও পড়ুন : ভ্যাকসিন না পাওয়ার শঙ্কায় পাকিস্তানের মতো বহু দেশ

ওই চুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে এলেও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি নবায়ন করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি নবায়নের প্রস্তাব দিয়েছেন।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড