• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় সীমান্ত ঘেঁষে উড়ছে পাকিস্তানি ড্রোন!

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১৯:৩০
করোনা
ছবি : সংগৃহীত

নতুন করে উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। গত কয়েকদিন আগে দুই দেশের সীমান্তে গোলাগুলিতে ভারতের দুই সেনাসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হয়। এরপর থেকেই লাগাতার উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক সীমান্ত।

এদিকে ভারতের দাবি, লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান সেনারা। আর এ উত্তেজনার মধ্যেই একেবারে ভারত সীমান্ত বরাবর ড্রোন ওড়াল পাকিস্তান।

ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, শনিবার রাতে সীমান্ত বরাবর পাকিস্তানের আকাশে রহস্যজনক কিছু বস্তু উড়তে দেখে কর্তব্যরত ভারতীয় সেনারা। এতে করে সীমান্ত সংলগ্ন সেনা ছাউনিতে অ্যালার্ট জারি করা হয়। রহস্যজনক বস্তুটিকে ভালো করে দেখার পরেই সেটিকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে বিএসএফ। পরে পাকিস্তানের দিকেই চলে যায় বলে সেনার তরফে জানানো হচ্ছে।

মনে করা হচ্ছে, রাতের অন্ধকারে ড্রোনের সাহায্যে সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনা ছাউনির উপর নজরদারি চালানো হচ্ছিল। শুধু তাই নয়, ড্রোনের সাহায্যে অস্ত্র কিংবা অন্য কিছু হয়তো নামানোর চেষ্টা হতে পারে বলেও মনে করছে সেনাবাহিনী। সূত্র: কলকাতা২৪।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড