• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত বাইডেন, দোয়া করলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২০, ১৪:১০
কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত বাইডেন, দোয়া করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি : সিএনএন)

পোষা কুকুর ‘মেজরের’ সঙ্গে খেলতে গিয়ে গত শনিবার (২৮ নভেম্বর) পা পিছলে পড়ে যান সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে তার এক পায়ের পাতার মাঝের অংশে ‘ফ্র্যাকচার’ ধরা পড়েছে।

আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ওয়াকিং বুটের সাহায্য নিয়ে হাঁটতে হতে পারে বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রবিবার (২৯ নভেম্বর) ডা. কেভিন ও’কনর বলেছিলেন, পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুল পরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে।

এর আগে বাইডেনের অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাইডেন। তাই তিনি একজন অর্থোপেডিস্টের শরণাপন্ন হতে যাচ্ছেন।

আরও পড়ুন : ইরানি বিজ্ঞানী হত্যার নিন্দা জানাল আমিরাত-জর্ডান

এ ঘটনা জেনে ওইদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বাইডেনের সুস্থতা কামনা করেছেন। তিনি লেখেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।

আরও পড়ুন : এতটা অরক্ষিত ইরান! বিজ্ঞানী হত্যার আগেও গোপনে মিশন চালায় ইসরায়েল

উল্লেখ্য, গত ২০ নভেম্বর জো বাইডেন তার ৭৮তম জন্মদিন পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড