• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ফরাসি পুলিশের নির্মম নির্যাতনের শিকার কৃষ্ণাঙ্গ (ভিডিয়ো)

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২০, ১৩:২২
এবার ফরাসি পুলিশের নির্মম নির্যাতনের শিকার কৃষ্ণাঙ্গ (ভিডিয়ো)
ফরাসি কৃষ্ণাঙ্গকে নির্যাতন করছে পুলিশ (ছবি : রয়টার্স)

কিছুদিন আগে পুলিশি নির্যাতনের শিকার হয়ে এক মার্কিন কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা। এবার ফ্রান্সেও একই ঘটনার শিকার হলেন আরেক কৃষ্ণাঙ্গ। পেটানো ছাড়াও এবার তার উপর টিয়ার গ্যাসও ছুড়ে পুলিশ। সম্প্রতি দেশটির রাজধানী প্যারিসে চলা বিক্ষোভে ঘটনাটি দেখা দেয়।

জানা গেছে, একটি ভিডিয়ো প্রকাশ পেলে কৃষ্ণাঙ্গ নির্যাতনের ওই ঘটনা সামনে আসে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কৃষ্ণাঙ্গ নির্যাতনের প্রতিবাদে বর্ণবাদবিরোধী বিক্ষোভ দেখা দেয় প্যারিসে। এ সপ্তাহে এ ধরনের দু’টি ঘটনায় ক্ষুব্ধ ফ্রান্সের নাগরিকরা।

পুলিশের ভিডিয়ো ধারণ করা যাবে না বলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকারের পাশ করা এক বিল নিয়ে বিতর্কের সময় ঘটনাটি ঘটল।

আরও পড়ুন : তিন ইরানিকে মুক্তি দিয়ে ইসরায়েলি গুপ্তচরকে নিয়ে গেল অস্ট্রেলিয়া

দেশটির নাগরিক সমাজ ও সাংবাদিকদের দাবি, বিতর্কিত এ বিলের ফলে পুলিশের নিষ্ঠুরতা প্রকাশ্যে আসবে না, যাতে তারা শাস্তির আওতার বাইরে থেকে যাবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরাসি একটি নিউজ সাইটে কৃষ্ণাঙ্গ নির্যাতনের ভিডিয়োটি প্রকাশ করা হয়। পুলিশি নিষ্ঠুরতার শিকার ওই ব্যক্তি মাইকেল বলে জানা গেছে। পেশায় তিনি একজন সংগীত প্রযোজক।

রাস্তায় মাস্ক ছাড়া দেখে মাইকেলকে অনুসরণ করে তিনজন পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে তার মিউজিক স্টুডিওতেও ঢুকে পড়েন তারা। পুরো ঘটনাটি স্টুডিওর নিরাপত্তা ক্যামেরা ও প্রতিবেশীর ক্যামেরায় উঠে আসে।

দেখা যায়, মাইকেলকে একাধারে ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে পুলিশ কর্মকর্তারা। ভিডিয়োতে মাইকেলের রক্তাক্ত চেহারা প্রকাশ পায়। স্টুডিওর ভেতরে ছিলেন আরও নয় ব্যক্তি। তাদের বের করে আনতে টিয়ার গ্যাস গ্রেনেড ছুড়ে মারা হয়।

আরও পড়ুন : বহু প্রশ্নের মুখে অক্সফোর্ডের ভ্যাকসিন!

এ দিকে ভিডিয়োতে প্রকাশ পাওয়া পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

নির্মম এই নির্যাতনের ভিডিয়োটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড