• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাইডেনকে ট্রাম্পের মতো সন্ত্রাসী না হতে বলছে ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ১৪:০২
বাইডেনকে ট্রাম্পের মতো সন্ত্রাসী না হতে বলছে ইরান
সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নতুন প্রেসিডেন্ট জো বাইডেন (ছবি : রয়টার্স)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার নতুন সরকারকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের মানবতাবিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়ে অতীত ক্ষতি পুষিয়ে দিতে হবে।

তিনি আজ (বুধবার) মন্ত্রীপরিষদের বৈঠকে এ কথা বলেন। রুহানি বলেন, ইরানি জাতি মার্কিন অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলেছে। অর্থনৈতিক যুদ্ধে ইরানের বিজয় ও আমেরিকার পরাজয়ের একটি প্রমাণ হলো ট্রাম্পিজমের পতন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরান ও ফিলিস্তিনের মতো স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধ করেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে, আইন ও অধিকার সংস্থাগুলোতে, নীতি-নৈতিকতায় ও বিশ্ব জনমতের কাছে ট্রাম্পের পরাজয় ঘটেছে। আর এসবই মার্কিন নির্বাচনে তার পরাজয় ডেকে এনেছে।

আরও পড়ুন : ইসরায়েলকে ক্রিমিনাল বলে কাতারকে সতর্ক করল ইরান

তিনি বলেন, আমেরিকার ট্রাম্প সরকার যেসব অপরাধ করে সেদেশের ভাব মর্যাদা নষ্ট করেছে এখন তাদেরকে সেসব কাজ থেকে সরে আসতে হবে এবং ভালো কাজ করতে হবে। তাহলে তারা অতীতের ভুলগুলো সংশোধন করতে সক্ষম হবে।

আরও পড়ুন : ১৩ মুসলিম দেশের নাগরিকদের ভিসা দিচ্ছে না আমিরাত

ইরান প্রতিশ্রুতির মোকাবেলায় প্রতিশ্রুতি এবং পদক্ষেপের মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের নীতিতে বিশ্বাস করে বলে জানান ড. হাসান রুহানি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড