• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি, ট্রাম্পের বিরুদ্ধে নয় : বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর ২০২০, ১২:৫৬
করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি, ট্রাম্পের বিরুদ্ধে নয় : বাইডেন
ট্রাম্প দম্পতি ও বাইডেন দম্পতি (ছবি : রয়টার্স)

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ভোটের ফল মানতে নারাজ। তবে দীর্ঘ ২০ দিন পর বাইডেনের জয় অনেকটা মেনে নিয়েছেন ট্রাম্প। এছাড়া ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর।

এরপরই বাইডেন এক বক্তৃতায় বলেছেন, আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছি, ট্রাম্পের বিরুদ্ধে নয়।

বাইডেন আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভাইরাস ছড়াতে পারে ছুটির দিনে আপনারা এমন কোনো আয়োজন করবেন না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো ভয়াবহ আকারে করোনা রয়ে গেছে।

আগের দিন এক বক্তৃতায় বাইডেন বলেছিলেন, আমেরিকা অবশ্যই তার আগের জায়গায় ফিরে যাবে। আবার আমরা বিশ্বকে নেতৃত্ব দেব। সেখান থেকে কোনোভাবেই পিছপা হব না।

আরও পড়ুন : ইসরায়েলকে ক্রিমিনাল বলে কাতারকে সতর্ক করল ইরান

এ সময় তিনি ঘোষণা দেন, আবারও মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলবে আমেরিকা।

অপর দিকে নির্বাচনের ফল উল্টে দিতে সমর্থকদের কাজ করার আহ্বান জানিয়েছেন সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেনসিলভেনিয়ায় রিপাবলিকান রাজ্য সাংসদদের এক সভায় ফোনের মাধ্যমে দেওয়া বক্তৃতায় আহ্বানটি জানান।

আরও পড়ুন : ১৩ মুসলিম দেশের নাগরিকদের ভিসা দিচ্ছে না আমিরাত

উল্লেখ্য, সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক মাত্রায় জালিয়াতি হয়েছে বলেও এদিন আবারও অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড