• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শরণার্থীদের তাবু ভেঙে দিলো ফ্রান্সের পুলিশ 

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর ২০২০, ১৪:২৩
করোনা
ছবি : সংগৃহীত

আবারও শরণার্থীদের আবাসস্থল ভেঙে দিলো ফ্রান্সের পুলিশ প্রশাসন। রাজধানী প্যারিসের প্লাস ডে লা রিপাবলিক চত্ত্বরের এই শরণার্থী তাবুগুলো ভেঙে দেওয়ার আগে গত সপ্তাহেও এমন আরেকটি আশ্রয় গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার পুলিশ আরও নির্দয়ভাবে টিয়ারগ্যাস নিক্ষেপ করে মানুষকে জোর করে সরিয়ে দিয়েছে।

জানা গেছে, ওই আশ্রয় শিবিরগুলোয় সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়ার যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকা থেকে আগত মানুষেরা অবস্থান করছিল। পুলিশ জানিয়েছে, এ ধরনের আশ্রয় শিবির তৈরি করা বেআইনি। নিরাপত্তার কারণেই এই অস্থায়ী শরণার্থী আশ্রয়স্থলটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড ডার্মানে বলেন এভাবে শরণার্থীদের সরানোর চিত্র খুবই বেদনাদায়ক। জানা গেছে, এ বিষয়ে পুলিশের কাছ থেকে সম্পূর্ণ প্রতিবেদন চেয়েছেন তিনি। জানা গেছে, প্রায় ৫০০ তাবু ভেঙে দিয়েছে পুলিশ। এ ঘটনায় মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গোষ্ঠী নিন্দা জানিয়েছে। সূত্র: ডয়চে ভেল।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড