• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাহরাইন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ নভেম্বর ২০২০, ১৮:০৮
ইসরায়েল
ছবি : সংগৃহীত

মুসলিম দেশ বাহরাইন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাহরাইনের যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে সাড়া দিয়ে শিগগিরই এ সফরে যাবেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে আরব আমিরাতের পর বাহরাইন হলো মধ্যপ্রাচ্যের তৃতীয় দেশ, যারা প্রথমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব নয় বলে জানালেও পরে মত পাল্টায়। খবর আল জাজিরার।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‌‘খুব অল্প সময়ের মধ্যেই আমরা নিজেদের দেশ ও জাতির কল্যাণে এটা করতে সক্ষম হয়েছি। বাহরাইনের যুবরাজ আমাকে শিগগিরই তার দেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আমি খুবই উত্তেজিত। আমি খুব খুশি হয়েছি।’

সোমবার ইসরায়েলি কর্মকর্তা এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সৌদি আরবের নিওমে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠকের খবর দেয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-ও উপস্থিত ছিলেন। পরে অবশ্য সৌদি আরবের তরফ থেকে ওই বৈঠকের খবর অস্বীকার করা হয়।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে বাহরাইনের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চেষ্টা চালিয়ে যায়। এর আগে সুদানের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। মঙ্গলবার ইসরায়েলি প্রতিনিধিদল সুদান সফর করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে মধ্যপ্রাচ্যে আরো আগ্রহী দেশ রয়েছে। তবে সেটা ২০ জানুয়ারির আগে আর হচ্ছে না। ইরানের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক কী হতে পারে, তার ওপরই তা নির্ভর করছে।

এদিকে বাইডেন বলেছেন, ক্ষমতায় গেলে তিনি ইরানের সঙ্গে ২০১৫ সালে করা চুক্তিতে ফিরে যাবেন। চুক্তিটি নিয়ে সবার সঙ্গে আলাপ করে এটাকে আরো কীভাবে নিশ্ছিদ্র করা যায়, তা নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড