• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শর্তসাপেক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে রাজি রিয়াদ!

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২০, ১৫:২৫
করোনা
ছবি : সংগৃহীত

যদি সৌদি আরবের একটি পূর্বশর্ত পূরণ হয়, তাহলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া রিয়াদ সম্পূর্ণভাবে সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

গতকাল শনিবার জি-২০ ভার্চুয়াল সম্মেলনের এক ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল আরো বলেন, স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তাহলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন দেবে তার দেশ।

এদিকে সম্প্রতি সংযুক্ত আরব আামিরাত, বাহরাইন ও সুদানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া, আরো কিছু আরব রাষ্ট্র একই পথ অনুসরণ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

যদিও এ চুক্তির প্রতি রিয়াদ আগেই সমর্থন দিয়েছে। আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য আকাশসীমাও উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব।

ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক হওয়ার ব্যাপারে ফিলিস্তিনিরা বরাবরই নিন্দা জানিয়ে আসছে। সারাবিশ্বেই এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সূত্র : পার্স টুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড