• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদায়ের আগে সৌদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২০, ১১:১৭
বিদায়ের আগে সৌদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচনে সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

সৌদি আরবের আয়োজনে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউজের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। খবর দ্য হিল।

প্রাণঘাতী করোনা মহামারির কারণে সৌদি আরবের আয়োজনে এবারের সম্মেলনটি শনিবার ও রবিবার (২২ নভেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম কোনো আরব দেশ জি-২০ সম্মেলনের আয়োজন করছে।

সৌদি আরবের বাদশাহ সালমানের সভাপতিত্বে বিশ্বের ১৯টি বৃহৎ অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এতে অংশগ্রহণ করছে।

ট্রাম্পের ক্ষমতাকালীন সময়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ফলে বিভিন্ন বিষয়ে মুসলিম এই দেশটিতে সাহায্যে করেছেন ট্রাম্প।

আরও পড়ুন : হতাশ ট্রাম্প, পেনসিলভেনিয়াতেও মামলা খারিজ

সর্বশেষ সাংবাদিক জামাল খাসোগি হত্যার দায়ে অভিযুক্ত মোহাম্মদ বিন সালমানকে বিচারের হাত থেকেও বাঁচিয়েছেন ট্রাম্প। তাই মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে বিপুল ভোটে হেরে গেলেও এই সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।

আরও পড়ুন : ট্রাম্পের অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়ে আমিরাতে পম্পেও

হোয়াইট হাউজ প্রকাশিত ট্রাম্পের সূচি অনুসারে, সম্মেলনে রবিবার অংশগ্রহণ করবেন ট্রাম্প। তবে কোন অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড