• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুটানের জমিতে চীনের গোপন গ্রাম!

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০, ১৬:৫৬
করোনা
ছবি : সংগৃহীত

বছর তিনেক আগে ডোকলাম সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। দুই দেশের মধ্যে সেই বিরোধ চলে দীর্ঘদিন। এখন সেই ডোকলামের কাছেই ভুটানের জমিতে চীনের একটি গোপন গ্রামের সন্ধান পাওয়া গেছে।

ডয়চে ভেলে জানায়, ভুটানের দুই কিলোমিটার ভেতরে চীন গোপনে একটি গ্রাম তৈরি করেছে।

চীনের সরকারি মিডিয়ার একজন প্রবীণ সাংবাদিক ওই গ্রামের একটি ছবি টুইট করেছিলেন। পরে তিনি সেই টুইট ডিলিট করে দেন।

চীনের ওই সাংবাদিকের নাম শেন শিওয়েই। তিনি সিজিটিএন নিউজের সিনিয়র প্রোডিউসার। শিওয়েই প্রথমে সেই ছবি টুইট করে বলেন, ডোকলাম এলাকায় তৈরি হয়েছে ওই গ্রাম। পরে তিনি গ্রাম কোথায় হয়েছে সেটাও দেখিয়ে দেন।

চীনের এই পদক্ষেপ ভারতের জন্য খুবই উদ্বেগের বিষয়। ভুটানের সেনা সংখ্যা সীমিত হওয়ায় দেশটির আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দায়িত্বে আছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, যদি চীন সত্যিই ভুটানের জমিতে গ্রাম তৈরি করে, তা হলে তা খুবই উদ্বেগের বিষয়।

লাদাখের আগে ডোকলামই ছিল সাম্প্রতিক সময়ে ভারত চীনের মধ্যে সব চেয়ে বড় বিরোধের জায়গা। কিন্তু লাদাখে সংঘাতের পর দুই দেশই সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে।

শীতে সেনাদের যাতে অসুবিধা না হয়, তার জন্য ভারত নতুন করে কাঠামো তৈরি করেছে। শীতের রশদও মজুত করা হয়েছে। শীতের জন্য দুই দেশ প্রস্তুত। তার মধ্যেই ডোকলামের কাছে গ্রাম তৈরি নিয়ে বিতর্ক সামনে এলো।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড