• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়েমেনে হামলার জন্য চাইলেই অস্ত্র পাবে সৌদি!

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২০, ১২:৩৬
ইয়েমেনে হামলার জন্য চাইলেই অস্ত্র পাবে সৌদি!
সীমান্তে যুদ্ধরত সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের সংঘাত কবলিত দেশ ইয়েমেনের সঙ্গে চলমান যুদ্ধে সৌদি আরবের ভূমিকার কারণে জার্মানি তাদের অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে, যা পুরোপুরি অযৌক্তিক। এমনটাই দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ ভুল পদক্ষেপ, কারণ ইয়েমেন যুদ্ধে অংশ নেওয়া ন্যায়সঙ্গত। সেখানে অংশ নিতে আমরা বাধ্য হয়েছি।

যুবরাজ সালমানের এই প্রতিনিধি আরও বলেন, জার্মানির কাছ থেকে অস্ত্র না নিয়ে আমার চাইলেই অন্য দেশ থেকেই অস্ত্র নিতে পারি। এখন কেউ যদি বলে সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে না, এতে তেমন কিছু আসে যায় না।

সৌদিকে বিশ্বের অন্যতম অস্ত্র আমদানি কারক দেশ মনে করিয়ে তিনি আরও বলেন, অস্ত্র বিক্রি না করার পদক্ষেপে রিয়াদ কৌশলগতভাবে জার্মানির ওপর চাপ সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন : আজারবাইজানকে নিরাপত্তা দিতে সেনাবাহিনী পাঠাচ্ছেন এরদোগান

ইয়েমেনে দীর্ঘ দিনের চলমান যুদ্ধে অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের বোমা হামলায় আজ পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইয়েমেনি। যুদ্ধের কারণে স্মরণকালের সবচেয়ে বড় দুর্ভিক্ষের কবলে ইয়েমেন।

আরও পড়ুন : সাইপ্রাসকে দুটি আলাদা রাষ্ট্র বানাতে চান এরদোগান

ফলে ইয়েমেনে সৌদির অভিযান নিয়ে প্রশ্ন তুলে ২০১৮ অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের জোট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড