• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেরুর প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ-সংঘর্ষ, আহত ২০

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর ২০২০, ২১:৩০
করোনা
ছবি : সংগৃহীত

পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার পদত্যাগ প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘাতে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীরাও পাথর ছুড়ে তার জবাব দেয়।

জানা গেছে, দেশটির রাজধানী লিমা ও অন্যান্য প্রধান শহরে গত কয়েক দিন ধরে এ বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা বতর্মান প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনোর পদত্যাগ দাবি করছে এবং বর্তমান কংগ্রেস ভেঙে দেওয়ার দাবি জানিয়ে আসছে।

এ বিক্ষোভ দেশটির দুই দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ। জানা যায়, প্রেসিডেন্ট ভিজকারাকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিসংশন করা হয়। এরপর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যানুয়েল মেরিনো। কিন্তু সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখান করেন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড