• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হলো না সাধের বিসর্জন, আগেই পুড়ে ছাই প্রতিমাসহ মণ্ডপ

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর ২০২০, ১৩:৪৯
পোড়া মন্দির

সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিমাসহ পুড়ে ছাই ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেক এফডি ব্লকের পূজা মণ্ডপ। বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় পশ্চিমবঙ্গের দমকল বাহিনী।

জানা গিয়েছে, সকাল ৬.১৫ মিনিট নাগাদ এই আগুনটি লাগে। ভারতীয় এক সংবাদমাধ্যম স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানায়, আজ ভোরে করুণাময়ী থেকেই কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। ভোরের হাওয়ায় এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। ফলে পাশের কয়েকটি কাপড়ের কাঠামোও ভস্মীভূত হয়ে যায়।

পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার বলে প্রতিমা বিসর্জন করা হয়নি। আজ, বুধবার তা হওয়ার কথা ছিল। এর আগেই দুর্ঘটনা। তবে ঠিক কীভাবে এই আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব না হলেও তাদের দাবি এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট-শার্কিট থেকে এ আগুল লাগতে পারে।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, দমকল খুব দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আগুন লাগার কারণ এখনই জানা সম্ভব হয়নি। তবে গোটা বিষয়টির তদন্ত করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড