• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে ইসলামবিদ্বেষ বন্ধে জুকারবার্গকে সতর্কবার্তা ইমরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর ২০২০, ১২:০২
ফেসবুকে ইসলামবিদ্বেষ বন্ধে জুকারবার্গকে সতর্কবার্তা ইমরানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গক (ছবি : দ্য ডন)

ফেসবুকে ইসলামবিদ্বেষী কন্টেন্টগুলো ব্যান করার আর্জি জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে তিনি লিখেছেন, এ ধরনের পোস্টগুলো বিশ্বের মুসলমানদের মধ্যে চরমপন্থা উসকে দিচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৫ অক্টোবর) টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট থেকে চিঠিটি প্রকাশ করা হয়।

সেখানে ইমরান খান লিখেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ক্রমবর্ধমান ইসলামোফোবিক পোস্টগুলো সারাবিশ্বে চরমপন্থা ও সহিংসতা উসকে দিচ্ছে।

এ কারণে মার্ক জুকারবার্গের কাছে ইমরান আবেদন করেছেন, ফেসবুকে হলোকাস্ট নিয়ে বিভিন্ন পোস্টের বিষয়ে ফেসবুকে যেমন বিধি-নিষেধ আছে ইসলামবিদ্বেষী পোস্টগুলোর ক্ষেত্রেও যেমন একই ধরনের বিধি আরোপ করা হয়।

আরও পড়ুন : মাথা নোয়াল ফ্রান্স, আরব দেশগুলোকে পণ্য বয়কট বন্ধের আর্জি

ইমরানের লেখা এ চিঠির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের তরফ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন : চীনের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করছেন মোদী!

সাম্প্রতিক ফ্রান্সে ঘটে যাওয়ার ঘটনার প্রসঙ্গ চিঠিতে তুলেছেন ইমরান খান। এর আগে রবিবার ইমরান খান অভিযোগ করেছিলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রো তার কার্যকলাপের মাধ্যমে ইসলামের ওপর আক্রমণ করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড