• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ম্যাক্রোকে মূর্খ-গোঁয়ার বলল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর ২০২০, ০৯:৩৩
এবার ম্যাক্রোকে মূর্খ-গোঁয়ার বলল ইরান
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবি : আল-জাজিরা)

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মোহাম্মাদ (সা.)এর প্রতি যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ নিজের অফিসিয়াল টুইটার পেজে এই নিন্দা জানান।

তিনি লিখেছেন, শুধু মুসলমানরা নন সেই সঙ্গে বিশ্বের সকল একেশ্বরবাদী মানুষ সমস্বরে রহমতের নবী (সা.)-এর প্রতি ফ্রান্সের মূর্খ ও গোঁয়ার শাসকের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, নিচু প্রকৃতির এই লোকগুলোর এ ধরনের ধৃষ্টতা প্রমাণ করে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এবং তারা সকল ঐশী ধর্মের শত্রু।

আরও পড়ুন : মাথা নোয়াল ফ্রান্স, আরব দেশগুলোকে পণ্য বয়কট বন্ধের আর্জি

ফরাসি পত্রিকা শারলি এবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড