• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচারে ফিলিস্তিনি তরুণ নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর ২০২০, ১৮:৫৫
করোনা
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচারে ফিলিস্তিনি তরুণ নিহত ইসরায়েলি সেনা সদস্যদের মারধরের পর এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। রামাল্লার উত্তর-পূর্বে তুরমাস-আইয়া শহরের কাছে তাকে মারধর করা হয়। ফিলিস্তিনের বেশ কয়েকটি নিউজলেটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আমের আবেদারলাহিম স্নোবার নামের ওই তরুণ মারাত্মকভাবে আহত হওয়ার পর হাসপাতালে যান। ফিলিস্তিন মেডিক্যাল কমপ্লেক্সের পরিচালক আহমেদ আল-বিতাউই রবিবার সকালে ফিলিস্তিনের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণে আহত হওয়ার ফলে স্নোবার মারা যান।

আহমেদ আল-বিতাউই বলেন, স্নোবারের ঘাড়ে মারধরের চিহ্ন দেখা গেছে। তার শরীরে মারধরের চিহ্নগুলো রাইফেলের বাট দিয়ে আঘাত করার পর যে চিহ্ন হয় সেগুলোর মতো বলে জানিয়েছে চিকিৎসা কেন্দ্র। সূত্র: আলজাজিরা।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড