• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ইতালিতে ফের কড়াকড়ি 

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০২০, ১৯:১০
করোনা
ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ জোরদার করতে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। বিবিসির খবর।

দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে জানান, আবার লকডাউন পরিস্থিতি এড়াতে এসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মাস্ক পরা অবস্থায় এক টিভি বক্তৃতায় ইতালির প্রধানমন্ত্রী বলেন, জনসমাগমস্থল রাত ৯টার পরে বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে মেয়রদের।

রেস্তোরাঁগুলো খোলার সময় ও ক্রেতাদের আসার ওপর কড়াকড়ি আরোপ করা হবে বলেও তিনি জানান।

রবিবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ১১ হাজার ৭০৫ জনকে শনাক্ত করা হয়েছে। ভাইরাসটির দ্বিতীয় ধাক্কায় দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংক্রমিত হয় এদিন। এর আগে শনিবার দেশটিতে ১০ হাজার ৯২৫ জন করোনায় সংক্রমিত হন।

মহামারির শুরুতে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয় ইতালিতে। এখন পর্যন্ত দেশটিতে ৪ লাখ ১৪ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন সাড়ে ৩৬ হাজার জন।

গতকাল সন্ধ্যায় জিউসেপ কোঁতে বলেন, ‘আমরা সময় নষ্ট করতে পারি না। লকডাউন ঠেকাতে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে এবং সরকার এই কাজ করবে। তবে প্রত্যককে এতে অংশ নিতে হবে।’

নতুন নেয়া পদক্ষেপের মধ্যে স্কুল শুরুর সময় পিছিয়ে দেওয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে।

মাঝরাতে বার ও রেস্তোরাঁগুলো বন্ধ করা হবে। ছয়জনের বেশি লোক নিয়ে কোনো উৎসব হলে বাতিল করা হবে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড