• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিস্ফোরিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় বোমা (ভিডিয়ো)

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২০, ০৯:১০
বিস্ফোরিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় বোমা (ভিডিয়ো)
বোমা বিস্ফোরণ (ছবি : প্রতীকী)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সবচেয়ে বড় অবিস্ফোরিত বোমাটি পোল্যান্ডে নিষ্ক্রিয় করার চেষ্টার সময় বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পোলিশ নৌবাহিনীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাল্টিক সাগরের গভীরে এটি নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়েছিল। তবে তার আগেই বোমাটি বিস্ফোরিত হয়। কোনো ডুবুরি আহত হননি।

শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণ অনুভূত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সাগর থেকে পানি উপরের দিকে উঠছে।

বন্দর নগরীর সোয়াইনোজসি’র প্রায় ৭৫০ বাসিন্দাকে নিরাপত্তার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন : আর্মেনীয় সেনাদের হত্যা করে ভয়ঙ্করভাবে প্রতিশোধ নিচ্ছে আজারবাইজান (ভিডিয়ো)

১৯৪৫ সালে জার্মান যুদ্ধজাহাজ লুৎজকে আক্রমণ করার সময় আরএএফ ‘টলবয়’ বা ‘ভূমিকম্প’ নামের এই বোমাটি নিক্ষেপ করেছিল। বোমা নিক্ষেপের সময় এই বন্দর নগরীটি জার্মানির অংশ ছিল। বোমাটি ছিল ১৯ ফুট দীর্ঘ এবং ওজন ছিল ৫.৪ টন। সাগরের তলদেশে ১২ মিটার গভীরে নিমজ্জিত ছিল এটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড