• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিয়ানমারে সাধারণ নির্বাচন : জনপ্রিয়তা কমলেও ক্ষমতায় আসবে সু চির দল

  আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০২০, ১৫:৩৮
করোনা
ছবি : সংগৃহীত

আগামী ৮ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আবার ক্ষমতায় আসার জোর সম্ভবনা রয়েছে। তবে গতবারের চেয়ে এবার তাদের আসন সংখ্যা কমতে পারে।

বিভিন্ন ইস্যুতে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) তাদের আগের আকাশচম্বি জনপ্রিয়তা হারিয়েছে। তবে সেটি নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে পূর্বাভাস দিচ্ছে মিয়ানমারের নীতিনির্ধারক ও গণমাধ্যমগুলো।

দেশটির জনপ্রিয় মিডিয়া ইরাবতির বিশ্লেষণে বলা হয়েছে, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার কারণে এবারের নির্বাচনে এনএলডি’র ভোটের সংখ্যা কিছুটা কমবে। এর ওপর কোভিড-১৯ মহামারীর কারণে ভোটার উপস্থিতিও কমবে। তবে এবার প্রবাসী ভোটারের সংখ্যা বাড়তে পারে। শান্তিতে নোবেল জয়ী নেত্রী সু চির গণতন্ত্রপন্থী এনএলডি ৭০ শতাংশের কম ভোট পাওয়ার আশঙ্কা নেই। গণতন্ত্রপন্থী এথনিক দলগুলো ১২ শতাংশ এবং সেনা সমর্থিত প্রক্সি দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ১০ শতাংশ ভোট পেতে পারে।

উল্লেখ্য, দেশটির পাঁচ কোটি ৫০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা তিন কোটি ৮০ লাখ।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড