• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেরুজালেমকে নিজেদের শহর ঘোষণা এরদোগানের

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর ২০২০, ১১:১৭
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : ইউরো নিউজ)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের অধীনে থাকা পবিত্র জেরুজালেম শহরকে এবার নিজেদের বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার (৫ অক্টোবর) দেশটির পার্লামেন্টে দেওয়া দীর্ঘ এক বক্তৃতায় তিনি ঘোষণাটি দেন।

এ সময় ইহুদিদের অটোমান সাম্রাজ্যের কথা মনে করিয়ে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, জেরুজালেম কেবল আমাদের শহর। সেখানে একমাত্র আমাদেরই অধিকার রয়েছে।

এরদোগানের মতে, ১৫১৭ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত দীর্ঘ চার শতাব্দী আমরা ওই অঞ্চল শাসন করেছি। জেরুজালেমে আমরা নগরী প্রতিষ্ঠা করেছি। এটি আমাদের শহর, ফিলিস্তিনি ভাইদের শহর।

আরও পড়ুন : তুরস্ককে ছাড়া শান্তি প্রক্রিয়া না যাওয়ার ঘোষণা আজারবাইজানের

পার্লামেন্টের ওই অধিবেশনে এরদোগান বলেন, আমাদের সবার উচিত দখলদার ইহুদিদের নির্যাতন থেকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করা।

আরও পড়ুন : কেন ইরানে আঘাত হানল আর্মেনিয়ার ১০টি মর্টার?

উল্লেখ্য, অটোমান সম্রাট সুলতান সোলাইমানের শাসনামলে (১৫২০-১৫৬৬) জেরুজালেমকে আধুনিক নগরীতে পরিণত করা হয়েছিল। সেখানে দামি পাথরের প্রাচীর, হাটবাজার ও বহু স্থাপনা নির্মাণ করা হয়।

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড