• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালিবানের শান্তির শর্তকে অদ্ভুত বলছে আফগান সরকার

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬
তালিবানের শান্তির শর্তকে অদ্ভুত বলছে আফগান সরকার
শান্তি আলচনায় অংশ নেওয়া তালিবান নেতারা (ছবি : আল-জাজিরা)

কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনায় তালিবান নেতারা নাকি অদ্ভুত শর্ত দিয়েছেন! এমনটাই দাবি করেছেন বৈঠকে উপস্থিত সরকারি কয়েকজন কর্মকর্তা।

বিদ্রোহী গোষ্ঠীটির সিনিয়র নেতা খায়রুল্লাহ খায়েরখা বলেছেন, সম্প্রতি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তারা যে শান্তিচুক্তি করেছেন তা বাস্তবায়ন করলেই কেবল সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকতে পারে। আফগান গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের বরাতে ইরানি বার্তা সংস্থা ইরনা বিষয়টি নিশ্চিত করেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) তালিবান নেতা খায়রুল্লাহ বলেছেন, আমেরিকার সঙ্গে তালিবানের সাম্প্রতিক চুক্তির ভিত্তিতে আফগান-তালিবান আলোচনা এগিয়ে নিতে হবে।

আরও পড়ুন : ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

তিনি জোর দিয়ে বলেন, কাবুল সরকার যদি আমাদের এ শর্ত মেনে না নেয় তাহলে আলোচনা করে কোনো লাভ হবে না।

আরও পড়ুন : আর্মেনিয়ার পাহাড় দখল করল আজারবাইজান, সীমান্তে উত্তেজনা

গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় তালিবান নেতাদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে দুই সপ্তাহরও বেশি সময় পার হয়ে গেলেও আফগানিস্তানে যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এখন পর্যন্ত উভয় পক্ষ কোনো রূপরেখা দিতে পারেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড