• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে নিষিদ্ধ হচ্ছে পিস টিভি মোবাইল অ্যাপও

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১
জাকির নায়েক

জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের পিস টিভি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে মোদী সরকার। শুধু মোবাইল অ্যাপই নয়, জাকির নায়েকের পিস টিভি ইউটিউব চ্যানেল, এবং টেলিভিশন চ্যালেনও নিষিদ্ধ করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ, নিজের একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষে উস্কানি দিয়েছেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে এক গণমাধ্যম দাবি করেছে, জাকির নায়েক তার একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুসলিম যুবকদের নিয়োগ করে তাদের মধ্যে ভারত বিরোধী মনোভাব গড়ে তুলছেন এবং ভারত বিরোধী কাজে উস্কানি দিচ্ছেন।

আরও পড়ুন- রাফালে কিনে বেকায়দায় ভারত

সংবাদমাধ্যমে বলা হয়, গোয়েন্দারা জানিয়েছেন বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে জাকির নায়েকের। তিনি একাধিক জিহাদি সংগঠনের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন তিনি। ভারত থেকে মালয়েশিয়ার সঙ্গে আশ্রয় নিয়েছেন জাকির নায়েক। এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানের কথা হলেও পাত্তা দেয়নি সেদেশ।

উল্লেখ্য, ভারতে এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন জাকির নায়েক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড