• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রিটিশ রানিকে রাষ্ট্রীয় প্রধানের পদ থেকে সরাতে চায় বারবাডোস 

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৯
করোনা
ছবি : সংগৃহীত

সাবেক ব্রিটিশ উপনিবেশ ও ক্যারিবীয় অঞ্চলের দেশ বারবাডোস ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রীয় প্রধানের পদ থেকে অপসারণ করতে চায়। একই সঙ্গে দেশটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হতে চায়। আগামী বছরই এই সিদ্ধান্ত বাস্তবায়নে ক্যারিবীয় দেশটির সরকার ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বারবাডোসের যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে। তখন থেকেই ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষা করে চলেছে বারবাডোস। সাবেক ব্রিটিশ উপনিবেশ অনেক রাষ্ট্রেরও ব্রিটেনের সঙ্গে একই ধরনের সম্পর্ক রয়েছে।

ঔপনিবেশিক সূত্রে ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথ বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের মর্যাদা পান।

বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোত্তালির পক্ষে গভর্নর জেনারেল স্যান্দ্রা ম্যাসন এক ভাষণে বলেছেন, আমাদের ঔপনিবেশিক অতীতকে পুরোপুরি পেছনে ফেলে দেয়ার সময় এসেছে।

তিনি বলেন, বারবাডিয়ানরা রাষ্ট্রীয় প্রধান হিসেবে একজন বারবাডিয়ানকেই চান। আমরা কে এবং আমরা কী অর্জন করতে সক্ষম সেটি জানাতেই এটি আমাদের আত্মবিশ্বাসের চূড়ান্ত বিবৃতি।

বারবাডোসের গভর্নর জেনারেল স্যান্দ্রা ম্যাসন বলেন, এই পরিস্থিতিতে পূর্ণ সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য বারবাডোস পরবর্তী যৌক্তিক ব্যবস্থা গ্রহণ করবে। আর এটি করা হবে আগামী বছর আমাদের স্বাধীনতার ৫৫ বছর পূর্তির আগেই।

আগামী বছরের নভেম্বরে ক্যারিবীয় এই রাষ্ট্র স্বাধীনতার ৫৫ বছর পূর্তি পালন করবে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড