• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিয়েতনামে পুলিশ হত্যা, ২ ভাইয়ের ফাঁসি

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮
ভিয়েতনামে পুলিশ হত্যা, ২ ভাইয়ের ফাঁসি
ভিয়েতনামে পুলিশ হত্যা, ২ ভাইয়ের ফাঁসি (ছবি : সংগৃহীত)

ভিয়েতনামে তিন পুলিশ হত্যার ঘটনায় দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে রাজধানী হ্যানয়ের একটি আদালত।

ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন- লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক।

ভূমি বিরোধকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারিতে হত্যাকাণ্ডের ওই ঘটনায় তাদের দুজনের ভূমিকা ছিল আদালতের রায়ে বলা হয়েছে।

বিচারে আরও ২৭ ব্যক্তিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে ১৫ মাসের প্রবেশন দেয়া হয়েছে। প্রবেশনের সময় তারা কারাগারের বাইরে থাকলেও পর্যবেক্ষণে রাখা হবে, প্রবেশনের শর্ত ভাঙলে তাদের কারাগারে পাঠানো হবে।

আদালতের রায়ে বলা হয়েছে, লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন।

তবে ওই দুই ভাইয়ের বাবা, ৮৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা লে ডিন কিন পুলিশের গুলিতে মারা যান।

বিবিসি জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সামরিক বাহিনীর একটি বিমান ক্ষেত্রের পাশে জমি অধিগ্রহণ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের বিরোধ শুরু হয়। অধিগ্রহণ করা ওই জমি ঘিরে দেয়াল তোলার সময় গ্রামবাসীরা বাধা দেয়, কিন্তু কর্তৃপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে ৯ জানুয়ারি ভোরে প্রায় তিন হাজার পুলিশ কর্মকর্তা ডং তাম গ্রামে প্রবেশ করে অভিযান শুরু করার পর গ্রামবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

এই অভিযান ও পরবর্তী ঘটনাবলীতে স্থানীয় একজন জনপ্রিয় নেতার মৃত্যুকে ঘিরে ভিয়েতনামজুড়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়।

ভিয়েতনামে জমি নিয়ে বিরোধ সাধারণ ঘটনা হলেও এ ধরনের সংঘর্ষের ঘটনা বিরল বলে উল্লেখ করেছে বিবিসি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড