• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও অক্সফোর্ডের টিকার ট্রায়াল শুরু  

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩
করোনা
ছবি : সংগৃহীত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নেওয়া এক ব্যক্তি অসুস্থ হলে টিকার ট্রায়াল বন্ধ হয়ে যায়। কিন্তু শনিবার থেকে ফের চালু হলো পরীক্ষামূলক কভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল। এমন তথ্য জানা গেছে ব্লুমবার্গের এক প্রতিবেদনে।

ইংল্যান্ড সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই ভ্যাকসিনের ট্রায়াল চালু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ফের পূর্ণোদ্যমে কাজে নেমে পড়েছেন তারা।

অক্সফোর্ড এক বিবৃতিতে বলছে, সুরক্ষা তথ্য পর্যালোচনা শেষে যুক্তরাজ্যের মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) পুনরায় ট্রায়াল শুরু করার পরামর্শ দিয়েছে। তবে অংশগ্রহণকারীদের অসুস্থতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলছে, যুক্তরাজ্যের কমিটি তদন্ত শেষ করেছে। মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটিকে সুপারিশ করেছে যে, যুক্তরাজ্যে ট্রায়াল ফের শুরু করাটা নিরাপদ। শনিবার অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের বিবৃতিগুলো যুক্তরাজ্যের বাইরের ট্রায়াল নিয়ে কোনো তথ্য জানায়নি। শুধু যুক্তরাজ্যের ভেতরের ট্রায়াল নিয়ে তথ্য জানিয়েছে। সূত্র: ব্লুমবার্গ।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড